• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বাবুগঞ্জে মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করলেন গোলাম কিবরিয়া টিপু এমপি

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃবরিশালের বাবুগঞ্জে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করা বাংলা ও ইংলিশ ভার্সন নিয়ে মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এর শুভ উদ্বোধন করেন বরিশাল -৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু এমপি।তিনি বলেন  দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।প্রতিষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মকিতুর রহমান কিসলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবুল আকন, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খলিলুর রহমান প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকালে পিঠা উৎসব এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



দর্শনীয় স্থান

  • বাবুগঞ্জ

মতামত


জেলার ইতিহাস

No History found