টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে দিল্লি যাচ্ছেন। রোববার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতার সাথে তিনি মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।সদ্যসমাপ্ত ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান নরেন্দ্র মোদিকে গত বুধবার রাতে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিজয়ী হওয়ায় বাংলাদেশের জনগণ, সরকার, ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে তিনি মোদিকে এ অভিনন্দন জানিয়েছেন। এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেন।ফোনালাপে শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকবে। একই দিন এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে বলেন, আপনি যখন তৃতীয়বারের মতো সরকারপ্রধানের যাত্রা শুরু করবেন, তখন আমাদের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে।বাংলাদেশে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে। একক দল হিসাবে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২টি আসন। জোটসঙ্গীদের সাথে নিয়ে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। আর বিজেপি প্রধান হিসেবে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগের নির্বাচনে একক দল হিসেবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সরকার গঠন করেছিল।
শুক্রবার ৭ই জুন ২০২৪, রাত ০৮:৫৯বাংলাদেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট।একজন আইনজীবী বলেছেন, দেশে ১০ লাখেরও বেশি অবৈধ বিদেশী শ্রমিক কর্মরত আছেনবাংলাদেশে বৈধ-অবৈধভাবে কতজন বিদেশি শ্রমিক নেওয়া হয়েছে তা জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।আইনজীবী সালাহ উদ্দিন রিগন দেশে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক নিযুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন।এদেশের নাগরিকরা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ তথ্য তুলে ধরেছে।সংগঠনের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বেকারত্বের হার বর্তমানে 12%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার ৫ই জুন ২০২৪, সন্ধ্যা ০৬:০৪বাংলাদেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট।একজন আইনজীবী বলেছেন, দেশে ১০ লাখেরও বেশি অবৈধ বিদেশী শ্রমিক কর্মরত আছেনবাংলাদেশে বৈধ-অবৈধভাবে কতজন বিদেশি শ্রমিক নেওয়া হয়েছে তা জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।আইনজীবী সালাহ উদ্দিন রিগন দেশে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক নিযুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন।এদেশের নাগরিকরা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ তথ্য তুলে ধরেছে।সংগঠনের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বেকারত্বের হার বর্তমানে 12%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার ৫ই জুন ২০২৪, সন্ধ্যা ০৬:০৪চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট।সামসুল আলমের প্যানেলের একজন ছাড়া সবাই জয় লাভ করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)।এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনের নির্বাচনের ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। একটি সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়, অন্যটি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম।তবে ফিল্ম ক্লাবের সদস্যদের ভোটে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।
শনিবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ০২:১২টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে দিল্লি যাচ্ছেন। রোববার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতার সাথে তিনি মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।সদ্যসমাপ্ত ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান নরেন্দ্র মোদিকে গত বুধবার রাতে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিজয়ী হওয়ায় বাংলাদেশের জনগণ, সরকার, ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে তিনি মোদিকে এ অভিনন্দন জানিয়েছেন। এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেন।ফোনালাপে শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকবে। একই দিন এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে বলেন, আপনি যখন তৃতীয়বারের মতো সরকারপ্রধানের যাত্রা শুরু করবেন, তখন আমাদের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে।বাংলাদেশে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে। একক দল হিসাবে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২টি আসন। জোটসঙ্গীদের সাথে নিয়ে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। আর বিজেপি প্রধান হিসেবে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগের নির্বাচনে একক দল হিসেবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সরকার গঠন করেছিল।
শুক্রবার ৭ই জুন ২০২৪, রাত ০৮:৫৯বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে-অফের লড়াইয়ে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত হয়ে আছে। বাকি দুই দল কারা? চলছে ত্রিমুখী লড়াই। ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যে কোনো দুই দল সেরা চারে যাওয়ার সুযোগ পাবে।দুর্দান্ত ঢাকা এরই মধ্যে বিদায় নিয়েছে।সিলেট স্ট্রাইকার্সের সুযোগ থাকলেও অনেক যদি কিন্তুর ওপর তাদের ভাগ্য নির্ভর করছে। তিন দলেরই জয় পাঁচটি করে। এই মুহূর্তে প্রতিটি জয়, প্রতিটি পরাজয় পাল্টে দেবে টেবিলের সমীকরণ।প্লে-অফের টিকিট নিশ্চিতে শনিবার দুপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় দুই দলের লড়াই শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে বরিশাল ৪৯ রানে হারিয়েছিল সিলেটকে। আজ সিলেট প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।ফরচুন বরিশাল একাদশতামিম ইকবাল, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহরাজ, কাইল মায়ার্স, সৈয়দ খালেদ আহমেদ, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।সিলেট স্ট্রাইকার্স একাদশমোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।
শনিবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ০২:১০(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT