• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বাংলাদেশের প্রতিষ্ঠাতা, বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন করছে বাংলাদেশ

জাতির পিতার ১০৩  তম জন্মদিন পালনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আছে। সেই আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বানাবো  আগামী দিনের বাংলাদেশ, স্মার্ট ও উন্নত বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ।১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু শেষ পর্যন্ত বাঙালিকে পাকিস্তান থেকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন।১৯৭১ সালের ২৬শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।এটি মুক্তিযুদ্ধের সূত্রপাত করে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করলে নয় মাস দীর্ঘ রক্তপাতের পর বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়।তার জন্মস্থান টুঙ্গিপাড়ায় দিবসটির কর্মসূচি থাকবে। বৃহস্পতিবার ভোররাতে এ উৎসব শুরু হয়।১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য একদল দুর্বৃত্ত সেনা সদস্যের দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা না করলে বঙ্গবন্ধু ১০৩ বছর বয়সী হতেন।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।জাতি এমন এক সময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী।বাংলাদেশ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found