• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

সংগঠন

টেকু (TEAACU) নিজ ক্যাম্পাসে ইফতার আয়োজনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করেছে-সিটি ইউনিভার্সিটি

বুনন নিউজ

রবিবার, ১৬ই এপ্রিল ২০২৩

ইফতার আয়োজনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করেছে-সিটি ইউনিভার্সিটি


সিটি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের এলামনিদের সংগঠন TEAACU-Textile Engineers Alumni Association of City University  পবিত্র রমজান উপলক্ষে  আশুলিয়া  নিজস্ব ক্যাম্পাসে বর্নাঢ্য ইফতার আয়োজন করেছে। 

সংগঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আহমেদ সরোয়ার পরবর্তী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম রোজেন, সেক্রেটারি মো: লিমন খান এবং সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন।
 

বস্ত্রশিল্পের উন্নয়নে সবাইকে একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন, আমাদের দেশে বিদেশি কর্মকর্তা দের দাপট কমাতে দেশীয় পেশজীবিদের নিজেদের যোগ্যতা বাড়ানো এখন সময়ের দাবি। এতে একদিকে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে দেশের ডলারের উপর চাপ কমবে।

সংগঠনটির উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আহমেদ সরোয়ার পরবর্তী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা 


এই প্রোগ্রামে প্রাক্তন ছাত্রদের সম্পর্ক উন্নয়ন করা এবং তাদের প্রতিষ্ঠানের পরিচিতি সম্পর্কে জানানো হয়। সকল বর্তমান এবং প্রাক্তন সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের  কাছাকাছি থাকার জন্য উৎসাহিত করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বোধ হন। যা তাদের কর্মক্ষেত্রকে আরো প্রসারিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। 
অনুষ্ঠানের শেষে সকলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। 
উক্ত অনুষ্ঠানে পাচ শতাধিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেছেন। ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর মো: লুতফর রহমান (অব:)  সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলার আহবান জানান।
পুরো ইফতার প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার মো: আরিফ জামান।

সর্বশেষ সংবাদ