মার্চন্ডাইজারদের পেশাজীবি সংগঠন City University Merchant Brothers (CUMB)
পবিত্র রমাদান উপলক্ষে বস্ত্রখাতের মার্চন্ডাইজারদের পেশাজীবি সংগঠন City University Merchant Brothers (CUMB) রাজধানী ঢাকার একটি হোটেলে ইফতার আয়োজন করেছে।
সংগঠনটির সিনিয়র আহবায়ক ও দেশবরেন্য মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার আহমেদ সরোয়ার বাংলাদেশের ভবিষ্যৎ বস্ত্রশিল্পের উন্নয়নে সবাইকে একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন, আমাদের দেশে বিদেশি কর্মকর্তা দের দাপট কমাতে দেশীয় পেশজীবিদের নিজেদের যোগ্যতা বাড়ানো এখন সময়ের দাবি। এতে একদিকে যেমন আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে অন্যদিকে দেশের ডলারের উপর চাপ কমবে।
উক্ত অনুষ্টানে পেশাজীবিদের আন্ত সম্পর্ক উন্নয়ন করার প্রতি জোড় দিয়ে কর্মক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ হন। যা তাদের কর্মক্ষেত্রকে আরো প্রসারিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এই ধরনের অনুষ্ঠান City University Merchant Brothers এর মধ্যে ঐক্য, সহানুভূতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করে।
অনুষ্ঠানের শেষে সকলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠানে কর্মকর্তা মো: লিমন, আরিফ, ইব্রাহিম, সাকিল, জহির ও সোলাইমান প্রমুখ।
অনুষ্টানটি শেষ হয় ফররুখ আহমেদের সঞ্চালনার মাধ্যমে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT