AMFB Ifter & Doa
অনুষ্ঠানে উপস্থিত AMFB সভাপত্বি আবদুল্লাহ আল মামুন বলেন যে সকল যোগ্যতাসম্পন্ন মার্চেন্ডাইজারদের সম্মিলিত অবদানে আরএমজি শিল্প আজ গৌরবময় অবস্থানে পৌঁছেছে।
সভাপত্বি বলেন, মার্চেন্ডাইজার এই শিল্পের জীবন, তাই এই টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিকাশের জন্য সকল সদস্যদের উচিত তাদের ক্যারিয়ারের সবচেয়ে উন্নত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে বাংলাদেশ ও এই শিল্পকে আরও স্মার্ট করে তোলা। আরোও বলেন আগামী দিনে আরএমজি শিল্পের উন্নয়নে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন.
AMFB সেক্রেটারি আলাউদ্দিন রাসেল বলেন আমাদের কে এই দুর্যোগের সময় অতি দক্ষতার সহিত মোকাবেলা করতে হবে এবং সকল মার্চেন্ডাইজাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে একসাথে আগামীর পোশাক বাজারে জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ নিতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশকে বিশ্বের দরবারে ভিন্নমাত্রা দানকারী, মাননীয় প্রধানমন্ত্রীর রপ্তানি বাণিজ্য ২০২৬সালের মধ্যে ১০০বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার জন্য পোশাক শিল্পের কর্মকর্তাদেরকে বিশেষ করে মার্চেন্ডাইজার ভাইদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের সংগঠক এবং মোটিভেটর ইঞ্জিনিয়ার আহমেদ সরোয়ারবলেন আমরা রাষ্ট্রের প্রথম শ্রেণী রাজস্ব যোদ্ধা আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো দৃঢ় করার এক্ষনি সময় , তাই এই অনুষ্ঠানের মধ্যে সিটি ইউনিভার্সিটি মার্চেন্ডাইজার এবং Apparel Merchandiser Foundation of Bangladesh এর সদস্যদের কে একত্রি হয়ে কাজ করার জন্য উভয় সংগঠন সম্মত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম অর্গানাইজার ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, মহা ব্যবস্থাপনা পরিচালক AIFT , এছাড়াও উপস্থিত সহ-সভাপত্বি এম আর মিরাজ সরকার ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটেক্স ,সহ-সভাপত্বি কাজী সিরাজুস সালেকিন কান্ট্রি ম্যানেজার মাস্টার টেক্স , জয়েন্ট সেক্রেটারি রাকিব আহমেদ ম্যানেজার জায়ান্ট টাইগার, সহ উক্ত ফাউন্ডেশন এর সদস্য এবং পোশাক শিল্পের বিশিষ্ট জনেরা.
ইঞ্জিনিয়ার আহমেদ সরোয়ার ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল অতিথিদের ধন্যবাদ জানান।
বুনন নিউজ / লালনমেহেদী
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT