Eid Holy Day
আজ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
নির্বাহী আদেশের আগে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি থাকার কথা ছিল। 19 এপ্রিল শব-ই-কদর উপলক্ষে ছুটি থাকবে এবং 20 এপ্রিল একটি কর্মদিবস হওয়ার কথা ছিল।
ছুটি বাড়ানোর জন্য, সরকার ২০ এপ্রিলকেও ছুটি ঘোষণা করেছে এবং তাই 19 এপ্রিল থেকে পাঁচ দিনের ঈদের ছুটি শুরু হবে।
রমজানের 30 দিন থাকলে এবং 23 এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হলে 24 এপ্রিলকে অন্তর্ভুক্ত করার জন্য ছুটি আরও এক দিন বাড়ানো হবে।
২০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরুর আগে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এ বছর ছয় দিন ঈদের ছুটি ভোগ করবেন কর্মচারীরা।
আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার, ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ মাহবুব হোসেন বলেন, আগামী ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের দিন। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) একদিনের জন্য অফিস খোলা ছিল।
এরপর শুরু হয় ঈদুল ফিতরের ছুটি।
ফলে ২০ এপ্রিলও ছুটি ঘোষণা করেছে মন্ত্রিসভা। তাই এ বছর ঈদের ছুটি থাকবে ছয়দিন।”
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT