সাবেক তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই
সাবেক যোগাযোগমন্ত্রী ও সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন তার চেম্বারের আইনজীবী আশানুর রহমান।তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান গণমাধ্যমকে জানান, রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।মৃত্যুকালে স্ত্রী সিগমা হুদা ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। ১৯৪৩ সালের ৬ জানুয়ারি ঢাকার দোহারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ থেকে ১৯৯৬ সালে তথ্যমন্ত্রী এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা ঢাকা-১ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ সালে দলের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়ার আগ পর্যন্ত তিনি বিএনপির সদস্য ছিলেন।১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগোদলের মাধ্যমে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন নাজমুল হুদা। নাজমুল হুদার জন্ম ঢাকার দোহারে। নিজ নির্বাচনী এলাকা থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আইন পেশাতেও তাঁর সুনাম ছিল।পারিবারিক সূত্র জানিয়েছে, নাজমুল হুদার প্রথম জানাজা আজ সোমবার ধানমন্ডি ৭ নম্বর রোডে তাঁর বাসভবনসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। তাঁর দাফন হবে ঢাকার দোহারে।বুনন/লালন মেহেদী
বুধবার ১লা মার্চ ২০২৩, বিকাল ০৪:৩১