• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

অ্যাপারেল মার্চেন্ডাইজার ফাউন্ডেশন অব বাংলাদেশ দুস্থ মার্চেন্ডাইজার ও অসহায়, অসুস্থ পোশাক কর্মচারীদের মাঝে যাকাত বিতরণ করছে।

বুনন নিউজ

শুক্রবার, ২১শে এপ্রিল ২০২৩

অ্যাপারেল মার্চেন্ডাইজার ফাউন্ডেশন অব বাংলাদেশ যাকাত বিতরণ

অ্যাপারেল মার্চেন্ডাইজার ফাউন্ডেশন অব বাংলাদেশ দুস্থ মার্চেন্ডাইজার ও অসহায়, অসুস্থ  পোশাক কর্মচারীদের মাঝে যাকাত বিতরণ করছে।


বস্ত্রখাতের অভাবগ্রস্থ, অসহায়, অসুস্থ মার্চেন্ডাইজার এবং পোশাকশিল্পের সহকর্মীদের পাশে থাকার জন্য AMFB প্রতিষ্ঠানের  যাকাত ফান্ড থেকে আর্থিক সহযোগিতা প্রদান করছেন ।
আমরা আমাদের মার্চেন্ডাইজার ভাইদের দূরর্যোগ মুহূর্তে পাশে ছিলাম,আছি , থাকবো ইনশাআল্লাহ, বলেন প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামনু , এই মহৎ কাজে সফল, সামর্থবান মার্চেন্ডাইজার সহ সকল পেশাজীবী মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।  


গত ২০ই এপ্রিল ২০২৩ একজন বিপদগ্রস্থ, চাকুরীহীন  মার্চেন্ডাইজার ভাইকে ২০,০০০/=(বিশ হাজার টাকা) প্রদান করে, এছাড়া আরো কয়েকজনকে বিভিন্ন পরিমান অর্থ প্রদান করা হবে বলে প্রতিষ্ঠানের পক্ষথেকে AMFB প্রোগ্রাম অর্গানাইজার এবং AIFT অধ্যাক্ষ   ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।


প্রতিবছর AMFB তাদের বিভিন্ন সেবামূকলক কাজ যেমন , শীতকালে শীতবস্ত্র বিরতণ, গরিব অসহায় বাচ্চাদের বই বিতরণ, খাদ্যবিতরন , বৃক্ষ রোপন, রক্তদানের মত মহৎ কাজ সহ সকল ধরণের মানবিক কার্যক্রমে  প্রতিষ্ঠানের সদস্যরা যুক্ত রয়েছে, তারই ধারাবাহিকতায়  এবছর থেকে যাকাত , ফিতরা এবং সদকা বিতরণ এর মতো আরো একটি কল্যাণকর মহৎ কাজের উদ্দোগ নিয়েছেন।  যাকাত মানুষের কল্যানের জন্য, মুসলিম ধর্মের পাঁচটি স্তম্ভের  একটি ,  তাই  এখন থেকে প্রতি বছর  এই মহৎ কর্মসূচি চালিয়ে যাবেন বলে প্রতিষ্ঠানের পক্ষথেকে ,  প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামনু  নিশ্চিত করেছেন। 

অ্যাপারেল মার্চেন্ডাইজার ফাউন্ডেশন অব বাংলাদেশ যাকাত বিতরণ করছে 2023


এ সময়  উপস্থিত  সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার আহমেদ সারোয়ার বলেন আমরা আমাদের পোশাক শিল্পের সহকর্মী, প্রতিষ্ঠানের   অভাবগ্রস্থ ও  অসহায় সদস্য  ভাইয়েদের পাশে দাঁড়াতে চায়  এবং  AMFB র   এই মহৎ কাজ গুলোর ধারাবাহিকতা বজায় রাখতে চায় এবং   প্রতিষ্ঠনের সদস্যদের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্তকরেন , এই সময় তিনি প্রতিষ্ঠানের সেক্রেটারি এবং হিসাবরক্ষকের উপস্থিতিতে  ২০,০০০টাকা (বিশ হাজার) মূল্যের যাকাত প্রদানের  মাধ্যমে এই মহৎ কাজের শুভসূচনা করেন ।

 
দুপুরের দিকে প্রতিষ্ঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামনু বুনন নিউজকে ফোনের মাধ্যমে জানান, যাদের ওপর যাকাত ফরয, সেই সকল সদস্য সহ, সকলশ্রেণীর সামর্থবান মানুষদের কে যাকাতের অর্থ  AMFB যাকাত ফান্ডে  দান করে  চাকুরীহীন ও প্রতিষ্ঠানের  অভাবগ্রস্থ সদস্য এবং পোশাক শিল্পের অসহায় ভাইয়েদের সহযোগিতার জন্য দানের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান।

এ ছাড়াও এই ফাউন্ডেশনের  সেক্রেটারি  বলেন ‘বিপদগ্রস্ত ও অভাবীকে সাহায্য সহযোগিতা করলে মহান আল্লাহ তাআলা নিকট এর উত্তম বিনিময় পাওয়া যাবে।’ এ প্রসঙ্গে  আল্লাহ তা‘আলা পবিত্র কুরআন মাজীদে যাকাত প্রদানের ৮টি খাত উল্লেখ করেছেন। আল্লাহ তা‘আলা পবিত্র কুরআন মাজীদে  বলেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِيْنِ وَالْعَامِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَفِيْ الرِّقَابِ وَالْغَارِمِيْنَ وَفِيْ سَبِيْلِ اللهِ وَابْنِ السَّبِيْلِ فَرِيْضَةً مِّنَ اللهِ وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ-
‘নিশ্চয়ই ছাদাক্বাহ্ (যাকাত) হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়’ (তওবা ৯/৬০)।