• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

বাংলাদেশে কর্মরত বিদেশিদের পরিসংখ্যানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

বুনন নিউজ

বুধবার, ৫ই জুন ২০২৪

বাংলাদেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

বাংলাদেশে বৈধ-অবৈধ বিদেশি কর্মীদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

একজন আইনজীবী বলেছেন, দেশে ১০ লাখেরও বেশি অবৈধ বিদেশী শ্রমিক কর্মরত আছেন

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কতজন বিদেশি শ্রমিক নেওয়া হয়েছে তা জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী সালাহ উদ্দিন রিগন দেশে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক নিযুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেন।

এদেশের নাগরিকরা তাদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামের একটি সংগঠন এ তথ্য তুলে ধরেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বেকারত্বের হার বর্তমানে 12%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

 

সর্বশেষ সংবাদ