• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বান্দরবান শহরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ করাতকল

কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই বান্দরবান শহরে গড়ে উঠেছে অসংখ্য করাতকল। এসব করাত কলের কোন কোনটিতে বনবিভাগের অনুমোদন থাকলেও বেশীরভাগ করাতকলের নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বিভিন্ন আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের পাশে গড়ে ওঠা এসব অবৈধ করাতকলের কারনে ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে অফিস আদালত ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, নিউ গুলশান, ক্যাচিংঘাটা, উজানি পাড়াসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য করাতকল। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে  হাজার হাজার ঘনফুট কাঠ নিয়ে আসা হয় এসব করাতকলে। সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে কাঠ চিড়ানোর কাজ। আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং প্রধান সড়কের পাশে করাতকল স্থাপনের কোন নিয়ম না থাকলেও বনবিভাগের অনুমোদন নিয়েই চলছে কোন কোন করাতকল। শুধু তাই নয় এসব করাতকল স্থাপনে মানা হয়নি পরিবেশ আইনও। আর এসব করাতকলের উচ্চ শব্দ দূষন ও ভারী যানবাহন চলাচলের কারনে প্রতিদিন ঝুঁিক নিয়ে যাতায়ত করছে হাজারো মানুষ এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাআবাসিক এলাকায় গড়ে ওঠা এসব করাতকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন স্থানীয়রা তাই এসব করাতকল বন্ধের দাবী জানান অভিভাবক ও এলাকাবাসীএদিকে বনবিভাগের অনুমোদন থাকলেও আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা এসব করাতকল অবৈধ বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকফখর উদ্দীন চৌধুরী। তবে অবৈধ করাতকল বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা- হক মাহবুব মোরশেদ। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে বান্দরবান জেলায় ৪০টির বেশী করাতকল রয়েছে।  



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found