রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা আতিকুর রহমান তাঁর বাড়ির গেটে লাগা গুলির চিহ্ন দেখাচ্ছেন । রোববার সকালে রাজশাহী নগরের মুন্সিডাঙ্গা এলাকায়
রাজশাহীতে গতকাল শনিবার রাতে মহানগর আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা, তবে ওই নেতা অক্ষত রয়েছেন। গুলির আঘাতে বাসার স্টিলের গেটে তিনটি গর্ত হয়েছে। এই ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে আটক করেছে। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
ওই নেতার নাম আতিকুর রহমান ওরফে কালু। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার সভাপতি। তিনি রাজশাহী সিটি হাটের ইজারাদার। তাঁর বাড়ি নগরের মুন্সিডাঙ্গা এলাকায়। তিনি বাড়ির তৃতীয় তলায় থাকেন।
থানা-পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির নাম ওয়াহিদ মুরাদ জামিল (৫০) ও সজল (২৬)। তাঁদের বাড়ি রাজশাহী নগরের উপশহর এলাকায়।
আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁর বাসার নিচে শব্দ হয়। শব্দ শুনতে পেয়ে তিনি ছেলেকে নিয়ে বাসার নিচে নেমে আসেন। তিনি দেখেন গেটের বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছেন। দরজা না খুলে তিনি তাঁদের পরিচয় জানতে চাইলে একজন বলেন, তাঁর নাম লিংকন। কী চান জানতে চাইলে তিনি বলেন, কালুকে খুঁজছেন। তিনি (আতিকুর) নিজের পরিচয় ওই ব্যক্তিকে জানান। তখন ওই লোক তাঁকে গেট খুলে বের হয়ে আসতে বলেন।
আতিকুর রহমান আরও বলেন, তখন তিনি তাঁর নৈশপ্রহরীকে গেট খুলতে বলেন। এমন সময় দেখতে পান ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করছেন। বুঝতে পেরে তাঁর ছেলে দৌড়ে এসে তাঁকে একটি পিলারের আড়ালে নিয়ে যান। এদিকে গেট খোলা না পেয়ে ওই ব্যক্তি গেটের ওপাশ থেকেই তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করেন। এরপর আরেকটি ফাঁকা গুলি করেন। খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা সিসিটিভির ফুটেজ দেখে অস্ত্রসহ দুজনকে আটক করেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পুলিশ নগরের উপশহর এলাকার বাসা থেকে দুজনকে আটক করেছে। একজন নিজের নাম ওয়াহিদ মুরাদ জামিল বলে জানিয়েছেন। তিনি নিজেকে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক ও ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল ও গুলি পাওয়া গেছে। আতিকুর রহমান এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT