Master Mind School Students
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম শুভ জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে মাস্টারমাউন্ড ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা অনুষ্ঠান এবং কেক কাটা হয়।
বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী শুক্রবার। একই সঙ্গে বাংলাদেশ দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপন করা হয় ।
এই দিনে পিতা শেখ লুৎফর রহমান ও মা সায়েরা খাতুনের ঘরে জন্ম নেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন।
১৯৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়-দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।
উক্ত অনুষ্ঠানের এক বাণীতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদী তিনি ছিলেন শিক্ষা অনুরাগী, বাংলাদেশের প্রতিটি ঘরে শিশুদের কে সুশিক্ষায় শিক্ষিত করাই ছিল তার স্বপ্ন।
জীবনের প্রতিটি ক্ষণে শিক্ষা বঞ্চিত মানুষের পাশে শিক্ষার জন্য তাগিদ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় আমাদের যোগ্য আপোষহীন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে সময় উপোযগী করে তুলেছেন।
"জনসংখ্যা ও গৃহায়ন শুমারি ২০২২" এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে বাংলাদেশে সাক্ষরতার হার এখন ৭৪.৬৬ শতাংশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাস্টারমাউন্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত রয়েছ সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ ও আমাদের ছাত্র -ছাতী ☺️।
সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধুর স্মরণে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ☺️।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT