BUNON NEWS TV BSS
সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে হিজরি ১৪৪৪ (২০২৩) সালের রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩/২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আসন্ন রমজানে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, অফিস টাইমে জোহরের নামাজের জন্য দুপুর 1.15 থেকে 1.30 পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে সব ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থার কার্যালয় এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ বিধি-বিধান অনুযায়ী চলবে।
এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, রমজানে দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমাদের পক্ষ থেকে নির্দেশনা থাকবে যে বাজারে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক জেলা প্রশাসককে তা করতে বলা হয়েছে," তিনি বলেন।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT