• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

রাজনীতি

সারা বিশ্ব বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে; নবনিযুক্ত ডেপুটি স্পিকার

বুনন নিউজ

রবিবার, ২৫শে সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার  শামসুল হক টুকু বলেন সারা বিশ্ব বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। তার দেশে ও আন্তর্জাতিক বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যে কর্মসূচি বাস্তবায়ন লক্ষে শেখ হাসিনা বিশ্বকে সন্তুষ্ট করছে এবং সমাজে সন্ত্রাস, মাদক ও অপ-রাজনীতি থেকে  দুরে থাকার যুবসমাজকে আহবানে  শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি'র  সঞ্চালনায় উপস্থিত ছিলেন  পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ