• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ নিশ্চিত করেছে বাংলাদেশ

বুনন নিউজ

শনিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাঘিনীরা। পুরো ২০ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ১১৩ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন রুমানা আহমেদ। ওপেনার মুর্শিদা খাতুন করেন ২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে থাইল্যান্ড। তবে দলের বিপর্যয় এড়াতে সাহায্য করেন ওয়ান ডাউন ব্যাটার নাথাক্যান চ্যানথাম। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ১০২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।