• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

আন্তর্জাতিক

বাংলাদেশকে তৃতীয়বার সম্মানের আসনে বসালেন কোরআনের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম।

বুনন নিউজ

শনিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

লাল সবুজের পতাকার বিশ্ব  জয়। বাংলাদেশকে বিশ্বের বুকে তৃতীয়বারের মত সম্মানের আসনে বসালেন ১৩ বছর বয়সী কোরআনের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। তার শিক্ষকরা জানান, বিশ্বের বুকে বাংলাদেশকে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী করেছেন কোরআনের হাফেজরাই।

কোরআনের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম।

সালেহ আহমদ তাকরিম, মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর খুদে হাফেজ, যার গলার সূরের মূর্ছনায় ভাসছে পুরো পৃথিবী।  আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইতোমধ্যে বিশ্ব দরবারে তিনবার লাল-সবুজের পতাকাকে সমুন্নত করেছেন বাংলাদেশের এই হাফেজ।

সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এই অর্জনে গর্বিত তাকরিমের শিক্ষকরাও। জানান এই অর্জন সারা বাংলাদেশের।

যেসব দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল  করছে তাদের পাশে থাকতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক।

বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজে কোরআনকে পেছনে ফেলে লাল সবুজের পতাকার গৌরব বয়ে আনেন বাংলাদেশের তাকরিম।