• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

ধর্ম ও জীবন

কওমি নেতাদের সঙ্গে সভা স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বুনন নিউজ

সোমবার, ৮ই আগস্ট ২০২২

মাদ্রাসায় পড়ছেন শিক্ষার্থীরা/ ফাইল ছবি

আগামী ১০ আগস্ট কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত সভা স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কওমি মাদ্রাসার সংশ্লিষ্টদের অপারগতা প্রকাশের পর এই সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার সকালে অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এর আগে, ১০ আগস্ট অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করতে অপারগতা জানায় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত কর্তৃপক্ষ আল হাইআতুল উলয়া লিল জামিআ”তিল কওমিয়া। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অপারগতা জানিয়ে আসে একটি প্রতিনিধি দল। 

রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিলেন বোর্ডের অফিস ব্যবস্থাপক অছিউর রহমান।

২০২১ সালের মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে ভাঙচুরের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য কওমি মাদ্রাসার বোর্ড প্রধানদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।