• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

বাংলাদেশে পবিত্র শব-ই-বরাত পালিত হচ্ছে

বুনন নিউজ

বুধবার, ৮ই মার্চ ২০২৩

শব-ই-বরাত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতরাতে সারাদেশে পালিত হয়েছে  সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত।

 

মুসলমানরা শব-ই-বরাতকে তিনটি সবচেয়ে পবিত্র রাতের একটি হিসাবে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে এই রাতে সর্বশক্তিমান আল্লাহ সমস্ত মানুষের ভাগ্য নির্ধারণ করে তাদের 'রিজক' (জীবিকা) পরবর্তী বছরের জন্য নির্ধারণ করেন।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাত উপলক্ষে দেশ ও বিশ্বের অন্যত্র সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

মুসলিম ধর্মাবলম্বীরা মসজিদে ও ঘরে ঘরে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং নিজের, পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর দীর্ঘায়ু, শান্তি, উন্নতি ও সুখ কামনা করে রাত কাটাচ্ছেন।

নগরীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে এশার নামাজে জামাতের সঙ্গে যোগ দিতে এবং আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করতে মানুষ ভিড় করছেন।

রাতে, সারাদেশে ভক্তরা কবর জিয়ারত করে এবং তাদের প্রিয়জনদের জন্য তাদের চির শান্তি কামনা করে প্রার্থনা করে। সারা দেশের মাজার ও মাজারেও অনেক মানুষ যাবেন।
অনেক পরিবার সারা দেশে গ্রামীণ ও শহরাঞ্চলে হাতে তৈরি ভাত-রুটি, গরুর মাংস এবং হালুয়া (সাধারণত সুজি, গাজর, ছোলা বা পেঁপে থেকে তৈরি এক ধরনের মিষ্টি) মতো ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছে।

আগামীকাল বেশ সংখ্যক মুসলমান রোজা পালন করবেন।

প্রতিবেশী ও গরিবদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করছেন তারা।

ঐতিহ্যগতভাবে এ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য ও অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কর্মসূচি পালন করেছে।

মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন মসজিদে শব-ই-বরাতের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় খুতবা দেওয়া হচ্ছে।

পবিত্র শবে বরাত উপলক্ষে  সরকারি ছুটি।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে এবং সংবাদপত্রগুলো রাতের তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

BUNON/LalonMehedi