ডুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্র্যান্ড রি-ইউনিয়ন অনুষ্ঠিত
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস্, ডুয়েটের গ্র্যান্ড রি-ইউনিয়ন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মিলনমেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান।
তিনি বিভাগের এলামনাইদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা আছে। দেশপ্রেমের মন্ত্রে আমাদের উজ্জ্বীবিত হতে হবে। উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে দেশের সীমানা ছাড়িয়ে সারাবিশ্ব নিজেদের প্রতিষ্ঠা করার জন্য আরো উপযোগী করে গড়ে উঠতে হবে।' তিনি বর্তমান শিক্ষার্থীদের সময়ানুবর্তী ও পরিশ্রমী হওয়ার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। এছাড়া শিক্ষার্থীরা উন্নত দেশ গঠন ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বর্তমান সরকারের উন্নয়নকে জনমুখী ও টেকসই করতে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনে দীক্ষিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়া তিনি ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁদের পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এলামনাই অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারস্, ডুয়েটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তুষারকে পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. নজরুল ইসলাম, টিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শওকত ওসমান, টিই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুস সাহিদ, টিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েট সেন্ট্রাল এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য দেন।
Sponsor AMTEX Fabrics; xmartbd.net
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT