ATET নির্বাচনী তফসিল ঘোষণা
উত্তরাতে নিজ কার্যালয়ে অনুষ্ঠেয় এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট (ATET) এর নির্বাহী পরিষদের সদস্য ও আজীবন সদস্যদের উপস্থিতিতে নির্বাচন এর তফসিল ২০২৩ ঘোষণা করার হয়।
এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট (ATET) এর ত্রিবার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন ATET এর নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান এবং ইঞ্জিনিয়ার মোঃ সালেহ আহমেদ লাবু মিয়া কে সাথে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ড.মোঃ আব্দুর রশীদ।
উক্ত অনুষ্ঠানে তফসিলের সাথে নমিনেশন ফি প্রদান সহ প্রার্থীদের আচরণবিধিও প্রকাশ করেন। তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ১ম কাউন্সিলর থেকে ৪র্থ কাউন্সিলর কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী এবং আজীবন সদস্যবৃন্দ। উল্ল্যেখ বর্তমানে ATET তে লাইফ মেম্বার সংখ্যা ১৬১৩ জন।
এটিইটি সম্পুর্ন অরাজৈনতিক সংগঠন তাই নির্বাচনে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার না করার জন্য নির্বাচন কমিশনার ইঞ্জিঃ মোঃ সালেহ আহমদ লাভলু সকলের প্রতি আহবান জানান ।
এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রতিষ্ঠানের সদস্যদের আনন্দ ততোই বাড়ছে বলে জানান ইঞ্জিনিয়ার অরিফুল ইসলাম পলাশ প্রিন্সিপাল এআইএফটি ।
প্রার্থী বা তার প্রতিনিধি কর্তৃক মনোনয়ন পত্র উত্তলন এবং জমা দিতে পারবেন ১১ই মার্চ ২০২৩ হইতে ১৯মার্চ ২০২৩ (প্রতিদিন সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত নয় ঘটিকা) পর্যন্ত । নির্বাচন প্রচারনা শুরু হবে ২৫ মার্চ ২০২৩ হইতে যাহা শেষ হবে ৯ ই মে ২০২৩ পর্যন্ত । এবং কাংক্ষিত ভোট অনুষ্ঠীত হবে ১২ই মে ২০২৩।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এর স্বাক্ষর সম্বলিত অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৭ই মার্চ ২০২৩ এ ভোটার তালিকা হালনাগাদ প্রকাশ করেন ।
সভায় সভাপতিত্ব করেন এটিইটি প্রধান নির্বাচন কমিশনার ড.মোঃ আব্দুর রশীদ ।
নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে, একটি সুষ্ঠ নির্বাচন এর জন্য নির্বাচন কমিশন সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
বুনন নিউজ / লালন মেহেদী
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT