• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

ঢালিউড

‘মধ্যরাতের গল্প’ শোনাবেন জনপ্রিয় গায়িকা

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

ফাইল ছবি

২০২০ সালে টেইলর সুইফটের জোড়া অ্যালবাম মুক্তি পায়। তবে কোনোটাই আগের অ্যালবামগুলোর মতো সাফল্য পায়নি। গায়িকার ভক্তদের চোখ ছিল এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) আসরে। গায়িকা এবারের আসরে মনোনীত হয়েছিলেন নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ দিয়ে। তবে ভিএমএর আসরে কেবল পুরস্কার নয়, ভক্তদের জন্য নতুন চমকও হাজির করেছেন সুইফট।

ভিএমএ–এর আসরে সুইফট
ভিএমএ–এর আসরে সুইফটছবি : এএফপি

গতকাল রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের দশম অ্যালবামের ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। গায়িকা জানিয়েছেন, ‘মিডনাইটস’ অ্যালবামটিতে থাকবে ১৩টি গান। তবে গানগুলোর জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। আগামী ২১ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে।

পুরস্কার হাতে টেইলর সুইফট
পুরস্কার হাতে টেইলর সুইফটছবি : এএফপি

এদিন চোখধাঁধানো রুপালি রঙের পোশাকে এসেছিলেন সুইফট। ভিএমএর আসরের সর্বোচ্চ পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ জেতেন তিনি। কেবল এটিই নয়, জিতেছেন আরও দুই পুরস্কার। মঞ্চে পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন অ্যালবামের কথা জানান তিনি।