ফাইল ছবি
গত মাসে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছে। তেমনই জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী কাজল আগারওয়ালের এক ফটোশুট নিয়েও আলোচনা হয়েছিল। তবে সেটা প্রায় এক যুগ আগে, ২০১১ সালে। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ততটা ছড়িয়ে না পড়লেও মূলধারার গণমাধ্যমে কাজলের ছবিটি নিয়ে নানা আলোচনা হয়।
তবে এফএইচএম ইন্ডিয়া ম্যাগাজিন কাজলের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক কবীর শর্মা বলেন, ‘এই অভিযোগ ওঠায় আমরা বিস্মিত। এফএইচএম কখনোই তারকাদের ছবি বিকৃত করে না। এটা আশ্চর্য ব্যাপার যে স্বেচ্ছায় যে ফটোশুট করেছিলেন, সেটা এখন তিনি অস্বীকার করছেন।’
৩৭ বছর বয়সী অভিনেত্রী এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। ২০২০ সালে গৌতম কিছলুকে বিয়ে করেন কাজল। চলতি মাসে জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। মা হওয়ার আগে শেষ করেছেন ‘উমা’ ছবির শুটিং। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও দুটি তামিল ছবি। শিগগিরই বহুল আলোচিত তামিল ছবি ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শুরু করার কথা কাজলের। প্রথ্যাত তামিল পরিচালক শঙ্করের পরিচালনায় কাজল আগারওয়ালের বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT