ফাইল ছবি
১৯৮৩ সালের বিশ্বকাপে ক্রিকেট ভারতীয় ক্রিকেট দল শিরোপা জিতবে—প্রতিযোগিতা শুরুর আগে খোদ ভারতীয় ক্রিকেটাররাই এ কথা বিশ্বাস করতেন না। অনেকে তো গ্রুপ পর্ব শেষে ঘুরতে যাওয়ার বিমান টিকিটও কেটে রেখেছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই দলই শিরোপা জিতে ঘরে ফেরে। ক্রিকেটের নানা ঘটনা, ক্রিকেটারদের অনেকগুলো বায়োপিক হওয়া বলিউডে সেই ঘটনা নিয়ে যে এত দিন সিনেমা হয়নি, সেটা বড় আশ্চর্য। তবে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের সেই ঘটনা পর্দায় নিয়ে আসেন কবীর খান। গত বছর মুক্তি পায় তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘৮৩’।
ছবিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করে ভূয়সী পান রণবীর সিং। অভিনেতা এবার জিতলেন পুরস্কার। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। ৩০ আগস্ট রাতে মুম্বাইতে এ পুরস্কার ঘোষণা করা হয়। ছবিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করে ভূয়সী পান রণবীর সিং। অভিনেতা এবার জিতলেন পুরস্কার। ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। ৩০ আগস্ট রাতে মুম্বাইতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT