অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং মুকেশ আম্বানি
নাগপুর পুলিস কন্ট্রোল রুমে যে নম্বর থেকে ফোন আসে, সেই নম্বরটি খুঁজে পাওয়ার চেষ্টায় রয়েছে। তবে এখনও অবধি সেই নম্বর উদ্ধার করে উঠতে পারেনি মুম্বই পুলিস। তাই ফোনটি কি ভুয়ো ছিল তাও নিশ্চিত করতে পারেনি পুলিস। তবে জোর কদমে চলছে তদন্ত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মুম্বাই শহর ছিল আতঙ্কে। অজ্ঞাত এক ফোনকলে রীতিমতো ঘুম হারাম হয়ে যায় ভারতের নাগপুর আর মুম্বাইয়ের পুলিশ-প্রশাসনের। ভারতের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি ও ধর্মেন্দ্রর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এর পাশাপাশি মুম্বাই শহরজুড়ে সন্ত্রাসী হামলার কথাও বলা হয়েছিল সেই ফোনকলে। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
নাগপুর পুলিস কন্ট্রোলে সকাল সকাল হুমকি ফোন। একটি নম্বর থেকে ফোনে পুলিসের কন্ট্রোল রুমে হুমকির সুরেই জানানো হয় যে, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ি। সূত্রের খবর শুধুমাত্র দুই বলিউডি তারকাই নয়, ঐ ফোনে দাবি করা হয় যে, বম্ব ব্লাস্ট হবে ব্যবসায়ী মুকেশ আম্বানীর বাড়ি অ্যান্টিলাতেও। নাগপুর পুলিস কন্ট্রোল থেকেই সরাসরি যোগাযোগ করা হয় মুম্বই পুলিসের সঙ্গে। খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিস। শুরু হয় তদন্ত।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT