• ঢাকা
  • |
  • শনিবার, ৩রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বাংলাদেশ

গুমের হোতারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে: এমরান সালেহ

বুনন নিউজ

বৃহঃস্পতিবার, ১৮ই আগস্ট ২০২২

খা‌লেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন দলের সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ এমরান সা‌লেহ প্রিন্স। মঙ্গলবার হালুয়াঘাটে

গুমের হোতারা নিজেদের অপরাধ আড়াল করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, ‘শোচনীয় পরিণতির আতঙ্কে তারা গুম শব্দকেই গুম করে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা স্বাধীনতার মূলমন্ত্র সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারকেই গুম করেছে। খুন, হত্যা করে বাংলাদেশকে রক্তাক্ত করছে। নিজেদের অপরাধ আড়াল করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে তারা মিথ্যাচার করছে। মন্ত্রীরা যেন মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার তার অনৈতিক শাসনকে দীর্ঘায়িত ও বিরোধী দলকে দমন করতে নিরাপত্তা বাহিনীকে দিয়ে গুম, খুন করিয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। গণতন্ত্র, মানবাধিকার হরণ, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে আওয়ামী লীগ সরকার দেশকে লন্ডভন্ড করে দিচ্ছে। এতে জনজীবনে চরম অস্থিরতা, অনিশ্চয়তা দেখা দিয়েছে।’

এমরান সালেহ আরও বলেন, ‘উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাটের ফলে গার্ডার, সেতুসহ স্থাপনা ধসে পড়ছে। সড়ক, রেলে দুর্ঘটনা বাড়ছে। বাড়ছে লাশের মিছিল। সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আন্দোলনের ভয়ে ভীত হয়ে আওয়ামী লীগ নেতারা এখন পাগলের প্রলাপ বকছেন। কেউ হুমকি দিচ্ছেন, কেউ মিথ্যাচার করছেন, কেউ দেশকে বেহেশত বানাচ্ছেন আবার কেউ তাঁদের নেতাকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় রাখতে দোয়া করতে বলছেন। এগুলো একদিকে যেমন সরকারের অস্থিরতার বহিঃপ্রকাশ, অন্যদিকে দেশ-বিদেশে বিভ্রান্তি সৃষ্টির অপকৌশল।’

এমরান সালেহ বলেন, প্রধানমন্ত্রীকে জনগণ আর বিশ্বাস করে না। অতীতে তিনি বারবার বিশ্বাস ভঙ্গ করেছেন। খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে রাজনীতি ও নির্বাচন থেকে সরিয়ে রাখতে, সরকারবিরোধী আন্দোলন দমন ও জনগণকে ভীতসন্ত্রস্ত করতে খালেদা জিয়াকে ফরমাশি রায় দিয়ে আটক রাখা হয়েছে। এমনকি তাঁর সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার। এসব করে খালেদা জিয়াকে জনগণ থেকে দূরে রাখতে পারেনি সরকার। তিনি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন।

খালেদা জিয়ার মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে এমরান সালেহ বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে তিনি আবার এই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন।

সর্বশেষ সংবাদ