প্রতীকী ছবি
সব পাওয়ার মন্ত্র
যতীন সরকার
সব পাওয়ার মন্ত্র যতীন সরকারের কারাজীবনে লেখা একমাত্র নাটক। ১৯৭৬ সালে কারাগারে বসে তিনি এটি রচনা করেন। চীনদেশীয় তিন পঙ্ক্তির ছড়ার মধ্যে নিহিত ছিল নাটকটির বীজ। এই নাটকে কৃষিজীবী সমাজের সাধারণ মানুষকে বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিয়ে দ্বান্দ্বিক বস্তুবাদের সূত্রে পৃথিবীর শোষিত মানুষকে উদ্বুদ্ধ করার প্রয়াস রয়েছে। তাই নাটকের শেষে ধ্বনিত হয় সাম্যবাদী উচ্চারণ, ‘আমাদের রাজত্বে আমরা সবাই রাজা।’
প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
দাম: ২০০ টাকা
এ কিউ এম আবদুস শাকুর খন্দকার
ইসলাম-পূর্ব আরবের ইতিহাসকে আমরা জাহিলিয়া যুগ বলে অভিহিত করি। যদিও অনেকেই হয়তো জানি না, জাহিলিয়া যুগ আসলে দুটি পর্বে বিভক্ত ছিল। এই বইয়ে লেখক গবেষকের নিষ্ঠা নিয়ে সুপ্রচুর তথ্যসহযোগে সেই জাহিলিয়া যুগের আরবের ভৌগোলিক-সামাজিক অবস্থা এবং সেখানকার মানুষের সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরেছেন। বইটি পাঠককে যথার্থ ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে ইসলামের যুগান্তকারী সামাজিক-রাজনৈতিক অবদান বুঝতে সাহায্য করবে।
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জুলাই ২০২২
দাম: ৪০০ টাকা
বুনন নিউজটিভি < প্রধান কার্যালয় > হোসেন টাওয়ার ৪র্থ তলা, প্লট #103, (হাউস বিল্ডিং) সেক্টর # 07, উত্তরা, ঢাকা-1230
Tel: 01683847716
E-mail: bunonnewstv@gmail.com
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT