• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বিনোদন

শাকিব খানের ৩০ লাখ টাকা আত্মসাৎ: যা বললেন ভারতীয় প্রযোজক ও শাকিব খান

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

ফাইল ছবি

আজ মঙ্গলবার সকাল সকাল ফেসবুকে তর্কে জড়ান কলকাতার প্রযোজক রানা সরকার ও অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তর্কের একটা পর্যায়ে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নামও জড়ান তাঁরা। রানা সরকারের দাবি ছিল, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামের এই অভিনেতার পরিবার শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে অবশ্য জয়জিৎ জানান, ‘আমি অভিনেতা হয়ে একজন অভিনেতার থেকে কেন ৩০ লাখ টাকা নেব? ইতিমধ্যেই রানা সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করার পরিকল্পনা নিয়েছি। আইনজীবীর সঙ্গে কথা বলেছি। হেডলাইনে থাকার জন্য তিনি যা পারছেন, তা–ই বলছেন। শুধু আমাকে নয়, জীতু, কমল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—সবাইকে নিয়েই সে কথা বলে, কিন্তু তাতে কারোর কিছু যায়–আসে না। ও সব সিনেমার ঘোষণা করে, কিন্তু রিলিজ হতে দেখা যায় না। আর একটা লোক কতটা নিচে নামলে আমার স্ত্রী ও ছেলেকে এ বিষয়ে টেনে আনে। খুব শিগগির আমি রানা সরকারের জবাব দেব।’

প্রথম আলোর সঙ্গে কথা হয় প্রযোজক রানা সরকারের সঙ্গেও। তাঁর কাছে প্রশ্ন ছিল, শাকিব খানের কিসের টাকা মেরে দিয়েছেন জয়জিৎ বন্দ্যোপধ্যায় ও তাঁর পরিবার? উত্তরে রানা সরকার বলেন, ‘এ ঘটনা তো অনেক আগের। চার-পাঁচ বছর আগের। শাকিব খান যখন আমাদের এখানে নিয়মিত কাজ করছিলেন, তখনকার ঘটনা। ছবির কাজ ও স্টেজ শোর কাজের সময় এসব অর্থের লেনদেন হয়েছে বলে জেনেছি।’ শাকিব খানের টাকা যে জয়জিৎ বন্দ্যোপধ্যায় মেরে দিয়েছেন, এসবের কোনো প্রমাণ আপনার কাছে আছে কি? রানা সরকারের উত্তর, ‘এটা আমাদের এখানকার সবাই জানে, প্রমাণের তো কিছু নেই। ও রকম প্রমাণ তো দেখানো সম্ভব নয়। এখন কেউ যদি অস্বীকার করে, তা তো কিছু করার নেই।’

এদিকে পুরো বিষয় নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘এটা একেবারে ভুয়া খবর। রানা সরকার ও জয়জিৎ ব্যানার্জি নামের কারও সঙ্গে আমার কোনো পরিচয় নেই। আমি ভারতে কাজ করেছি, তখন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে হয়তো, কিন্তু এই নামে কারও কথা মনে করতে পারছি না। যাদের কথা মনে করতে পারছি না, তাদের কারও সঙ্গে অর্থনৈতিক লেনদেন করার তো প্রশ্নই আসে না। পুরো বিষয় শুনে মনে হচ্ছে, এটা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব। আমার নামটা জড়ালে হয়তো খবরে আসা যাবে, তাই এমনটা করেছে। আমার মনে হয়, শাকিব খান নামটা জড়িয়েছে শুধু আলোচনায় আসতে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামে তো তারা এসেছে ঠিকই।’