ফাইল ছবি
পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল কিংবা ঐতিহ্য বহন করে এমন সব জায়গায় ঘুরতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একসময় বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন জেলায় ঘুরেছেন। সময় পেলেই পরিবারের সঙ্গে অবসর কাটিয়েছেন। অভিনয় শুরু করার পর নতুন করে আবিষ্কার করছেন পছন্দের জায়গাগুলো। বর্তমানে শুটিংয়ে থাইল্যান্ডে আছেন ফারিণ। শুটিংয়ের ফাঁকে সেখান থেকেই এই অভিনেত্রী জানান, ঘুরতে পছন্দ করেন এমন ১০টি স্থানের নাম।
বাবার কর্মসূত্রে অনেকটা সময় কেটেছে কক্সবাজারে। পড়াশোনার সময় থেকেই পছন্দের তালিকায় জায়গা করে নেয় কক্সবাজারের সৌন্দর্য। সময় পেলেই সমুদ্রপাড়ে চলে যান ঘুরতে।
শৈশব থেকেই পাঠ্যবইয়ে মালদ্বীপ দেশটির সঙ্গে পরিচয়। তখন থেকেই ইচ্ছা ছিল দেশটি দেখার। সম্প্রতি সেই ইচ্ছা পূরণ হয়েছে। ভালোবেসেছেন দেশটিকে। মালদ্বীপের সমুদ্রপাড়ে সময় কাটাতেও তাঁর অনেক ভালো লাগে।
এ বছর একাধিকবার কাজে ভারত গিয়েছেন ফারিণ। কাজের ফাঁকেই ঘুরেছেন জয়পুর, রাজস্থানসহ বেশ কিছু জায়গায়। ফারিণ জানান, এখন পর্যন্ত তাঁর পছন্দের জায়গা রাজস্থান।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT