প্রতীকী ছবি
সেই কাকভোরে, আরামের ঘুমে কাদা কাদা যখন রাজধানীর মানুষজন, কারওয়ান বাজারের মাছের আড়তে চলে আসেন শারমিন, সালমা, মোরশেদা, রাবেয়ারা। অতিকায় বঁটি সামনে নিয়ে বসে পড়েন আড়তসংলগ্ন সড়ক বিভাজক ও রেললাইনের পাশে। মাছ কিনে সেখানেই কেটেকুটে যাঁরা বাড়ি নিয়ে যেতে চান, তাঁদের অপেক্ষায় থাকেন। কারওয়ান বাজারে এ রকম মাছকাটাই নারী আছেন ৩০ জন। এ কাজে তাঁদের সহায়তা করেন পরিবারের অন্য সদস্যরা। মাছের আকার ও পরিমাণের ওপর নির্ভর করে মজুরি। মাছ কাটার পাশাপাশি কয়েকজন নারী এখানে মাছ বিক্রিও করেন। এক সকালে কারওয়ান বাজারের মাছের আড়ত ঘুরে তাঁদের ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT