• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বিনোদন

গ্রেপ্তারের পর বুকে ব্যথা, হাসপাতালে বলিউড অভিনেতা

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

ফাইল ছবি

ঋষি কাপুর, ইরফান খানসহ কয়েকজন বলিউড তারকাকে নিয়ে বিতর্কিত টুইটের জেরে বলিউডের অভিনেতা, প্রযোজক ও আলোচিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর বরিভালি আদালতে তোলা হয়েছিল তাঁকে, কামালকে ১৪ দিন কারাগারে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশের ঘণ্টাখানেক পর বুকে ব্যথা অনুভব করলে তাঁকে মুম্বাইয়ের কেন্দিভালি এলাকার শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। ঋষি কাপুর, ইরফান খান, অক্ষয় কুমার, সালমান খানসহ কয়েকজন তারকাকে আক্রমণ করে টুইট করেছিলেন কামাল রশিদ খান, যিনি কেআরকে নামে পরিচিত।

টুইটের জেরে ২০২০ সালে তাঁর বিরুদ্ধে মামলা করেন যুবসেনার সদস্য রাহুল কানাল। কামালকে গ্রেপ্তারের পর রাহুল সাংবাদিকদের বলেন, মুম্বাই পুলিশকে সাধুবাদ জানাই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করেন ও অশ্লীল কথা বলেন। তাঁর এ ধরনের আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়। তাঁকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মুম্বাই পুলিশ তাঁর মতো মানুষদের কড়া বার্তা দিয়েছে।