• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বিনোদন

পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন ?

বুনন নিউজ

বৃহঃস্পতিবার, ২২শে সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

২০১৫ সালে ‘স্পেকটর’ মুক্তির পর ড্যানিয়েল ক্রেগ বলেছিলেন, আবারও বন্ড হওয়ার চেয়ে বরং নিজের হাতের কবজি কেটে ফেলবেন। তবে ২০২১ সালে বন্ডের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’-তেও অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা। সেটা অবশ্যই ‘কবজিসহ’। পরে এক সাক্ষাৎকারে ক্রেগ জানিয়েছিলেন, ‘বন্ড’ ছবি করতে শরীরের ওপর ভীষণ চাপ পড়ে, এ জন্যই জনপ্রিয় এই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে চাননি। কিন্তু নানা কারণে শেষবারের মতো রাজি হয়েছিলেন। তবে বন্ড হিসেবে ক্রেগের অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর নতুন বিপদে পড়েছেন প্রযোজকেরা। নতুন ‘বন্ড’ খুঁজে পেতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন তাঁরা। ভক্তদেরও অসীম কৌতূহল, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

প্রযোজক বারবার বারবারা ব্রোকোলি ও মাইকেল জি. উইলসন জানিয়েছেন, উপযুক্ত বন্ডের খোঁজ এখনো পাননি তাঁরা। আগামী অক্টোবরে জেমস বন্ড ছবির ৬০তম বার্ষিকী। অনেক ভক্তই আশায় আছেন, তখন হয়তো নতুন বন্ড অভিনেতার নাম ঘোষণা করা হচ্ছে। তবে ভ্যারাইটি জানিয়েছে, বিশ্ববিখ্যাত চরিত্রটিতে নতুন অভিনেতার খোঁজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

 ইদ্রিস এলবা
ইদ্রিস এলবাছবি : সংগৃহীত

‘স্পেকটর’-এর পর বন্ড চরিত্রে ক্রেগ অভিনয়ে অনীহা প্রকাশের পরেই এ চরিত্রে অভিনয়ের জন্য উঠে আসে আরেক ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার নাম। বন্ড চরিত্রে অভিনয় করছেন কি না—গত কয়েক বছর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই প্রশ্নটা বারবার শুনতে হয়েছে অভিনেতাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইদ্রিস বলেছেন, আয়নায় তাকালে নিজেকে বন্ড হিসেবে দেখতে পান না তিনি।