• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

নারী উদ্যোক্তা

নারী উদ্যোক্তাদের জন্য সিএমএসএমই অর্থায়ন কতটা সহজলভ্য

বুনন নিউজ

বুধবার, ১০ই আগস্ট ২০২২

ফাইল ছবি

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘নারী উদ্যোক্তাদের জন্য সিএমএসএমই অর্থায়ন কতটা সহজলভ্য’ শীর্ষক নীতিবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয় রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে, গত ২৬ মে ২০২২। সেই সংলাপের নির্বাচিত বক্তব্য এ ক্রোড়পত্রে প্রকাশ করা হলো।

অংশগ্রহণকারী

মো. মাহবুবর রহমান

চেয়ারম্যন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)

ড. মো. মফিজুর রহমান

ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন

মো. জাকের হোসেন

মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক

মির্জা নূরুল গণী শোভন

সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি (নাসিব)

সাফি রহমান খান

পরিচালক, শিক্ষা, স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন, ব্র্যাক

নবনীতা চৌধুরী

পরিচালক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক

জয়দীপ সিনহা রায়

হেড অব অপারেশনস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ব্র্যাক

ইশরাত বিনতে রউফ

পলিসি স্পেশালিস্ট, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ব্র্যাক

তাসমিয়া তাবাসসুম রহমান

সহযোগী পরিচালক, দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি), ব্র্যাক

আইরিন খান, নারী উদ্যোক্তা

মহুয়া তামান্না, নারী উদ্যোক্তা

আফসানা, নারী উদ্যোক্তা

শিমা আক্তার, প্রতিবন্ধী নারী উদ্যোক্তা

শিরিন সুলতানা, নারী উদ্যোক্তা

রাবেয়া রহমান, নারী উদ্যোক্তা

সঞ্চালনা

কে এ এম মোর্শেদ

ঊর্ধ্বতন পরিচালক, ব্র্যাক

আলোচনা

কে এ এম মোর্শেদ

কে এ এম মোর্শেদ

সবাইকে আজকের এই নীতিনির্ধারণী সংলাপে স্বাগত জানাই। করোনার সময়ে আমরা সবাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। আমরা আসলে এখন হিসাব করছি, এ সময়টাতে আমরা কী পেয়েছি আর কী হারিয়েছি। অধিকাংশ কার্যক্রম স্থবির হয়ে গেলেও আমাদের কিছু প্রাপ্তিও রয়েছে। বিশেষ করে ই-কমার্স ও এফ-কমার্স ধারণা নতুন একটি মাত্রা পেয়েছে। কিন্তু অর্থায়নে নারী উদ্যোক্তাদের প্রবেশাধিকার, বিশেষ করে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নারীর সমস্যা কমবেশি একই রকম রয়েছে। আলোচনার মাধ্যমে আমরা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ আলোচকেরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন ক্ষুদ্র নারী উদ্যাক্তারাও। আমরা সবার কথাই শুনব। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেবেন সফি রহমান খান।