সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে জরুরি প্রয়োজনে পাশে না পাওয়ার অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনাবিষয়ক পরিচালক আমিনা পারভিন বরাবর শিক্ষার্থীরা লিখিতভাবে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্বাক্ষর করেছেন মোহাইমিনুল বাশার, শাহরিয়ার আবেদীন, উমর ফারুক, নওরীন জামান, অনিক সাজিদ আহসান ও ইমু আনজুম। অভিযোগে বলা হয়, সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ইস্যুতে গত চার মাসে প্রক্টরকে তাঁরা মুঠোফোনে অসংখ্যবার কল করলেও তিনি ৮ থেকে ৯ বার কল রিসিভ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই তিনি কল রিসিভ করেন না।
প্রক্টরের সঙ্গে দেখা করতে কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায় না বলে শিক্ষার্থীরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। প্রক্টরের দায়িত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক দায়িত্ব প্রক্টর পালন করছেন জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগে লিখেছেন, ‘আমরা মনে করি, দায়িত্বের ভারে তিনি (প্রক্টর) নুইয়ে পড়েছেন। মূলত একজন প্রক্টর বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তা ও শৃঙ্খলাজনিত কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু তিনি প্রক্টরের কাজ ব্যতীত অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।’
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য প্রক্টরকে যথাসময়ে পাওয়া যায় না, ফলে শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি শিক্ষার্থীদের অনেক দাবিদাওয়া নির্দিষ্ট সময়ে বাস্তবায়নেও ব্যাহত হচ্ছে।
অভিযোগের বিষয়ে প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেসব দাবিদাওয়া করেছেন, এর অধিকাংশই পূরণ করা হয়েছে। দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা টহল বাড়ানো হয়েছে। অন্য যেকোনো সময়ের তুলনায় এখন পরিবেশ অনেক ভালো। আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। শিক্ষার্থীরা কেন এমন অভিযোগ আনলেন, সেটা বুঝে উঠতে পারিনি।’
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT