নারী স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ শনিবার বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে
লালমনিরহাটে নারী স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত ও প্রকাশ্যে মারধরের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের মিশন মোড় এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে অভিযুক্ত যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
লালমনিরহাট জেলার সব সরকারি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী নারী স্বাস্থ্যকর্মীর স্বামী, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সামসুন্নার বেগম, ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাছিমা আকতার, আদিতমারীর দূর্গাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা দ্রুত মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তাঁরা বলেন, আসামি আবুল কালাম আজাদ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, মামলা তুলে নিতে তাঁর লোকজন দিয়ে বাদীর পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি–ধমকি দিয়ে যাচ্ছেন, অথচ পুলিশ তাঁকে নাকি খুঁজে পাচ্ছে না।
অভিযুক্ত আবুল কালাম আজাদ লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক। মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারী স্বাস্থ্যকর্মীকে রাস্তাঘাটে প্রায়ই উত্ত্যক্ত করতেন আবুল কালাম আজাদ। ২০ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে আবুল কালাম আজাদ ওই স্বাস্থ্যকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে হাতের রড দিয়ে তাঁকে আঘাত করেন। এতে ওই স্বাস্থ্যকর্মী মুখমণ্ডলসহ ডান চোয়াল ও কানে আঘাত পান। উপস্থিত লোকজন তাঁকে রক্ষায় এগিয়ে এলে আবুল কালাম আজাদ ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
এ ঘটনায় আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও তিন–চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগী ওই স্বাস্থ্যকর্মী ২৩ আগস্ট লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, মামলার তদন্তের পাশাপাশি অভিযুক্ত আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চলছে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT