আকাশের নীল চিরে রংধনু নেমেছে কাপ্তাই হ্রদের বুকে। কালুখালী, রাঙামাটি ছবি: সুপ্রিয় চাকমা
প্রাতঃকালে কিরণ এসে ঘুম ভাঙালো আজ বহির্দেশে চেয়ে দেখি প্রকৃতির নব সাজ।
শিশির কণা ঘাসের মাঝে
বিন্দু বিন্দু পড়ে,
সোনালি রোদ আবেশ মেখে
আসে মনের ঘরে।
বাগ বাগিচায় ফোটে পুষ্প
গাইছে গান পাখি,
অপরূপ এই দৃশ্য দেখে
জুড়িয়ে যায় আঁখি।
গাছে গাছে কেয়া কদম ঝিলে শাপলা ফুল
ঝিঙেফুল আর কলমিলতায়
মনটা করে আকুল।
আকাশজুড়ে শুভ্র মেঘে ঝিকিমিকি ভাসে
দুখ ভুলানো পবন এসে সুখের জোয়ার হাসে।
হঠাৎ দেখি আকাশ পানে
রংধনু যায় দেখা,
প্রাণচঞ্চল হয় তনু মনে
মর্মে আঁকে রেখা।
আভা ফুটে ওঠে অন্তর
খুশির দ্যুতি ভরে,
মনের আকাশজুড়ে অনেক
রঙিন স্বপ্ন গড়ে।
বুনন নিউজটিভি < প্রধান কার্যালয় > হোসেন টাওয়ার ৪র্থ তলা, প্লট #103, (হাউস বিল্ডিং) সেক্টর # 07, উত্তরা, ঢাকা-1230
Tel: 01683847716
E-mail: bunonnewstv@gmail.com
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT