• ঢাকা
  • |
  • শনিবার, ৩রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বাংলাদেশ

রংপুরে বেড়েছে খোলা সয়াবিনের দাম

বুনন নিউজ

মঙ্গলবার, ১৬ই আগস্ট ২০২২

ফাইল ছবি

সপ্তাহের ব্যবধানে রংপুরে খোলা সযাবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে দাম বেড়েছে মুরগি, ডিমসহ কিছু সবজির। এছাড়া বাড়তির তালিকায় যুক্ত হয়েছে চাল, আটা ও ময়দা।

মঙ্গলবার (১৬ আগস্ট) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯১০ টাকায় বিক্রি হলেও খোলা সযাবিন তেল ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

টার্মিনাল বাজারের তেল বিক্রেতা আহসান হাবীব বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনছি। প্রতি লিটারে ২-৩ টাকা লাভ হিসেবে বিক্রি করছি।

rangg
ফাইল ছবি

বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিকেজি টমেটো গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ১৪০-১৫০, করলা ৫-১০ টাকা বেড়ে ৭০-৮০, শসা আগের মতোই ৪৫-৫০, চিকন বেগুন ৫-১০ টাকা বেড়ে ৪০-৫০, গোল বেগুন ৫-১০ টাকা বেড়ে ৫৫-৬০, কাঁচা মরিচ ১৯০-২০০, লাউ প্রতিপিস ৩০-৪০, কাঁচা কলা হালি ২৫-৩০, ঢেঁড়শ ৪০-৪৫, বরবটি ৪০-৪৫, পটল ৫-১০ টাকা কমে ৩০-৩৫, চালকুমড়া আকারভেদে দাম বেড়ে ৩৫-৪০, ঝিংগে ৩৫-৪০ এবং কাঁকরোল ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে নতুন এসেছে বাঁধাকপি। বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির ডিমের হালি ৫-৭ টাকা বেড়ে ৪৮-৫০, দেশি পেঁয়াজের দাম বেড়ে ৪৫-৫০ এবং আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ আগের দামে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ