• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

সারাদেশ

খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ, অর্ধলাখ টাকা জরিমানা করলো ভোক্তা

বুনন নিউজ

সোমবার, ১৯শে সেপ্টেম্বর ২০২২

খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ, অর্ধলাখ টাকা জরিমানা করলো ভোক্তা

খাবার না দিয়ে শুধু প্যাকেট সরবরাহ করায় নারায়ণগঞ্জ শহরের মেট্রো হল এলাকায় সুন্দরবন নামের একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই জরিমানা করেন।

মো. সেলিমুজ্জামান এশিয়ান নিউজকে বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল সুন্দরবন নামের একটি রেস্তোরাঁ অনলাইনে অর্ডার করা খাবার না দিয়ে শুধু খালি প্যাকেট খাবার সরবরাহ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে। পরে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওযা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ সংবাদ