• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বিনোদন

ইনস্টাগ্রামে কী করছেন তাহসান, প্রভা, সাবিলারা

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি ছবি পোস্ট করেন না তাহসান খান। তবে ইনস্টাগ্রামে মাঝেমধ্যে নতুন ছবিতে দেখা যায় এই তারকাকে। সম্প্রতি ছবিটি পোস্ট করে এই গায়ক লিখেছেন, ‘দেখতে দেখতে কেটে গেল কতগুলো বছর আমার, এই বিদায়বেলায় হিসাব-নিকাশের পালা, কতগুলো মানুষের মুখের হাসি, আমার জীবনের পাওয়া, কতগুলো মানুষের কষ্ট আমার অপরাধ।’

অভিনেত্রী রুনা খান ছবিটি পোস্ট করে রবীন্দ্রনাথের আশ্রয় নিয়েছেন, ‘মাথার ’পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ/ কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ।’

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘তুমি যদি তাদের কাছ থেকে আমার সম্পর্কে খারাপ কথা শোনো, জেনে রাখো, একটা সময় আমি যখন তাদের কাছে ভালো ছিলাম, এটা তারা কখনোই বলবে না।’