• ঢাকা
  • |
  • শনিবার, ৩রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

জাতীয়

চট্টগ্রামে ফুটপাত থেকে ১৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুনন নিউজ

বুধবার, ২৪শে আগস্ট ২০২২

ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটপাত দখলমুক্ত করতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, কানুনগোপাড়া ও জোটপুকুর পাড় এলাকায় সড়কের দুপাশের দোকানের সামনের অংশ সম্প্রসারণ করে ব্যবসা পরিচালনা করছিল দোকানদাররা। এতে যানজট সৃষ্টির পাশাপাশি পথচারীরা ভোগান্তিতে পড়েন।

jagonews24

গত ১৮ আগস্ট দোকানদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তিনদিনের সময় দিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ দোকানদাররা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ১৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

সর্বশেষ সংবাদ