ফাইল ছবি
একগুচ্ছ ছবি, তারপর হইহই পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট রীতিমতো আলোড়ন তুলেছিল বিনোদন জগতে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নারীবাদী সংগঠনসহ অনেকেই অভিযোগের আঙুল তুলেছিল তাঁর দিকে। নগ্ন ফটোশুট করানোর অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। এমনকি রণবীরের খোঁজে পুলিশ তাঁর বাসায় হানা পর্যন্ত দিয়েছিল। তবু দেখা মেলেনি এই বলিউড তারকার। এ কারণে পুলিশি জেরার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
গতকাল সোমবার চেম্বুর পুলিশ স্টেশনে সাতসকালেই হাজির ছিলেন রণবীর। সকাল সাতটা নাগাদ তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিলেন রণবীর। আড়াই ঘণ্টার মতো তাঁকে জেরা করা হয়েছিল। সাড়ে নয়টা নাগাদ রণবীরকে চেম্বুর পুলিশ স্টেশন থেকে বের হতে দেখা গিয়েছিল।
রণবীরের যে নগ্ন ফটোশুট নিয়ে এত ‘বিতর্ক’, আর এসব ঘিরে এই তারকার বক্তব্য অবাক করেছে পুলিশকে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT