ফাইল ছবি
গত রোববার দুবাইতে অনুষ্ঠিত হয় ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের এই মহারণ দেখতে মাঠে হাজির ছিলেন জনপ্রিয় তেলেগু তারকা বিজয় দেবারকোন্ডা। ২৫ আগস্ট মুক্তি পেয়েছে এই অভিনেতার নতুন ছবি ‘লাইগার’। মূলত টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার আগে প্রি-শোতে নিজের ছবির প্রচারণা চালান অভিনেতা। ওই দিনই এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।
নিজের ছবির প্রচার শেষে বিজয় দেবারকোন্ডা কথা বলেন ম্যাচের তেলেগু ধারাভাষ্যকারদের সঙ্গে। বিজয় ছোটবেলা থেকেই ক্রিকেট অন্তঃপ্রাণ। আগে বহুবার নানা সাক্ষাৎকারে নিজের ক্রিকেটপ্রীতির কথা বলেছেন তিনি।
তেলেগু ধারাভাষ্যকার বিজয় দেবারকোন্ডাকে জিজ্ঞেস কোন ক্রিকেটারের বায়োপিকে অভিনয় করতে তিনি বেশি আগ্রহী? বিজয় জানান, তিনি আরেক সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক করতে ভীষণ আগ্রহী ছিলেন। কিন্তু সেটি এর মধ্যে হয়ে গেছে। সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবিটি ব্যাপক ব্যবসাসফলও হয়েছে। যেহেতু আবার ধোনি হওয়ার সুযোগ নেই, তাই বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান তিনি।
গতকাল শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট। সাক্ষাৎকারে বিরাট তাঁর কতটা প্রিয় সেটিও বারবার বলেন বিজয় দেবারকোন্ডা। বিজয় বারবার বিরাটকে সম্বোধন করেন ‘বিরাট আন্না’ বা ‘বিরাট ভাই’ বলে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT