• ঢাকা
  • |
  • শনিবার, ৩রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

আইন-আদালত

বাসিল রাজাপক্ষে ৪ মাসে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন

বুনন নিউজ

শনিবার, ৩রা সেপ্টেম্বর ২০২২

ফাইল ছবি

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন। বাসিল রাজাপক্ষেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল শুক্রবার দেশটির গণমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন বাসিল রাজাপক্ষের আইনজীবীর। এরপরই প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়ার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চ বাসিলকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন।