ফাইল ছবি
আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমকে নিয়ে গান করছেন হাসান মতিউর রহমান, এমন খবরে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেছিলেন সংগীতাঙ্গনে তাঁরই চেনাজানা কেউ কেউ। কেউ তো আবার কয়েক কাঠি সরেস হয়ে সংগীতাঙ্গনের এই গুণীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেন। তুমুল বিতর্কের বিষয়টি নজরে এসেছে হাসান মতিউর রহমানেরও। গতকাল মঙ্গলবার রাতে এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি। জানিয়েছেন, দুদিনের এ বিতর্ক তাঁকে বিব্রত করেছে। তিনি মর্মাহত হয়েছেন।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান চেনা সুরের স্বত্বাধিকারী হাসান মতিউর রহমানের লেখা জনপ্রিয় গানগুলো মধ্যে রয়েছে ‘কলমে নাই কালি’, ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’, ‘আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা’, ‘দেখা আরিচা ঘাটে শাহজালাল ফেরিতে’, ‘এবার না আসিলে বাড়িতে’ ইত্যাদি। তিনি লিখেছেন দুই সহস্রাধিক গান। দুদিন আগে কথা ওঠে, আলোচিত হিরো আলমের জন্য গান তৈরি করছেন এই গীতিকবি। খবরটি হাসান মতিউর রহমান তাঁর ফেসবুকে পোস্ট করার পর সবাই তাঁকে নিয়ে সমালোচনা শুরু করেন।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT