• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

বিনোদন

ছবিতে এই গায়কের জীবনের নানা ঘটনা

বুনন নিউজ

বুধবার, ৩১শে আগস্ট ২০২২

ফাইল ছবি

পৃথিবীতে এসেছিলেন আজ থেকে ৬৪ বছর আগে। তাঁকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। ১৯৫৮ সালের আজকের দিনে জন্ম নেওয়া এই গায়ক মাত্র পাঁচ বছর বয়সে শুরু করেছিলেন গান গাওয়া। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক কিংবদন্তি এই গায়কের জীবনের নানা ঘটনা—

বাবা তাঁকে জোর করে ভাইবোনদের সঙ্গে গানের অনুশীলন করাতেন।

তিনি ছিলেন বইপোকা। একবার লাস ভেগাসের একটি বইয়ের দোকান খুব পছন্দ হওয়ায় সেটি কিনে নেন।

সন্তানদের সাংকেতিক নামে ডাকতেন। এমনকি একসঙ্গে বাইরে বের হলে ছেলেমেয়েদের মুখোশ পরিয়ে রাখতেন।

মাইকেল জ্যাকসন ব্যক্তিজীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তাঁর বাড়িতে ঢুকতে পারত না।