ফাইল ছবি
সিনেমা নির্মাণে সহায়তা বাবদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কোটি কোটি টাকা পায় প্রযোজকদের কাছে। আশির দশক থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত ৩৫ মিলিমিটারে নির্মিত প্রায় ২৭৭টি ছবি নির্মাণে কারিগরি সহায়তা, ফ্লোর ভাড়া ও পজিটিভ–নেগেটিভ ক্রয় বাবদ প্রযোজকদের কাছে প্রতিষ্ঠানটির মোট বকেয়া বিলের পরিমাণ এখন প্রায় ২১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৪১২ টাকা। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত ৯৯টি ছবির বকেয়া বিল ৫ কোটি ২ লাখ ১ হাজার ৬২৭ টাকা, সেন্সরে জমা ৪১টি ছবির বকেয়া ৫ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৬২০ টাকা এবং নির্মাণাধীন প্রায় ১৩৭টি ছবির বকেয়া বিল প্রায় ৮ কোটি ৪০ লাখ ৯০ হাজার ৪৩৫ টাকা। দীর্ঘদিন ধরে এসব টাকা আদায়ে ব্যর্থ হয়ে এফডিসি কর্তৃপক্ষ অনেক দেনাদার প্রযোজকের নামে মামলা করেছে।
এফডিসি সূত্রে জানা গেছে ১১ জন প্রযোজকের নামে মানি মোকদ্দমা, ৬ জনের নামে সিআর ও দুজনের নামে সার্টিফিকেট মামলা হয়েছে। এফডিসির আইন কর্মকর্তা হুসাইনুন কবির জানান, এর মধ্যে এক জবানের জমিদার হেরে গেলেন এইবার ছবির বকেয়া টাকা পরিশোধ করার কারণে ছবির প্রযোজকের নামে মামলা তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাকি মামলাগুলো চলমান। সম্প্রতি মহিলা হোস্টেল, কালা মানুষ ও হৃদয়ের বাঁশি সিনেমা তিনটির প্রযোজকের বিরুদ্ধে করা মামলার আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। বেছে বেছে বাকি দেনাদার প্রযোজকের নামেও মামলার প্রক্রিয়া চলছে।’
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT