তালে তালে তাল মিলিয়ে...
তালের সময় বেশি দিন থাকবে না। তাই তাল দিয়ে মিষ্টান্ন বানানোর এখনই মোক্ষম সময়
উপকরণ: তালের রস ১ কাপ, সুজি ১ কাপ, ময়দা ২ কাপ, চিনি আধা কাপ, নারকেল কোরা ১ কাপ, ক্ষীর ২০০ গ্রাম, নারকেল কোরা পরিমাণমতো, চিনি পরিমাণমতো।
প্রণালি: তালের রস ছেঁকে নিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তালের রসের সঙ্গে সুজি আর ময়দা মেশান। এবার চিনি আর নারকেল কোরা মিশিয়ে দিন। মিশ্রণটি এক ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার ক্ষীর আর নারকেল কোরা ভালো করে একত্রে জাল দিয়ে নেড়ে পুর বানিয়ে নিন। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিন। মিশ্রণটি চামচে করে ছড়িয়ে দিন। নারকেলের পুর দিয়ে পাটিসাপটার মতো করে মুড়ে নিন।
উপকরণ: তালের রস ২ কাপ, সুজি আধা কাপ, ঘি আধা কাপ, চিনি ১ কাপ, দুধ ১ কাপ, সাদা এলাচ গুঁড়া আধা চা-চামচ, কাজু, কিশমিশ, কাঠবাদাম পরিমাণমতো।
প্রণালি: প্রথমে ঘি দিয়ে দিন। সুজি হালকা লাল করে ভেজে নিন। এবার এতে এলাচগুঁড়া দিয়ে একে একে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ভালো করে নাড়তে থাকুন। সুজি সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন। ওপরে কাজু, কিশমিশ, কাঠবাদাম ছড়িয়ে দিন। নামিয়ে একটু ঠান্ডা হলে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন।
উপকরণ: তালের রস ২ কাপ, নারকেল কোরা ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ৩ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, চিনি ৪ চা-চামচ, তেল পরিমাণমতো, পানি পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালি: প্রথমে একটা পাত্রে তেল ছাড়া সব উপকরণ ভালো করে মিশিয়ে মেখে নিন। প্রয়োজনমতো পানি মিশিয়ে নিতে হবে। ঘন গোলা বানিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার তেল গরম করে নিন। ঘন গোলা থেকে খানিকটা করে নিয়ে ডুবা তেলে বড়া ভেজে দিন। গরম-গরম পরিবেশন করুন।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT