File Photo AMFB 2022
পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যয় পোশাকশিল্পের সকল ফ্যাক্টরি , বায়িং হাউস মার্চেন্ডাইজার এবং পোশাকশিল্পে নিয়জিত পেশাজীবীদের সম্মানে এবারও ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত মার্চেন্ডাইজার ফাউন্ডেশন, Apparel Merchandiser Foundation of Bangladesh (AMFB).
প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারী আহমেদ আলাউদ্দিন রাসেল অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেছেন , আগামী ৮ এপ্রিল ২০২৩ এ প্রতিষ্ঠানের সকল সদস্য এবং পোশাকশিল্পের সকল ফ্যাক্টরি , বায়িং হাউস মার্চেন্ডাইজাগণ একসাথে এতিম ও আলেম-ওলামাদের নিয়ে রাজধানীর উত্তরাতে একটি হোটেলে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে বলে ।
ইফতার ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ডাইজার ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন এই শিল্পের সকল মার্চেন্ডাইজারদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।
এ সময় প্রতিষ্ঠানের একান্ত অর্থসচিব ইমরান সাহেব তাদের ইফতার ও দোয়া অনুষ্ঠানের সময়, স্থান তাদের নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন বলে নিশ্চিত করেছেন।
রমজান মাস জুড়ে শত ব্যস্ততার মধ্যেও প্রতিবছর মার্চেন্ডাইজারদের জন্য একমাত্র সরকার অনুমোদিত বাংলাদেশ মার্চেন্ডাইজার ফাউন্ডেশন এই আয়োজন করে থাকেন।
All Details Link Of Apparel Merchandiser Foundation of Bangladesh (AMFB)
https://merchandiserfoundation.com/
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT