• ঢাকা
  • |
  • শুক্রবার, ২রা মে ২০২৫
  • - ৩৩° সে:
Language

সোশ্যাল মিডিয়া খবর

Krishna photo on sanitary pad: স্যানিটারি প্যাডে কৃষ্ণের ছবি, সিনেমার পোস্টার ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

বুনন নিউজ

বৃহঃস্পতিবার, ১১ই আগস্ট ২০২২

ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক নয়া ছবির পোস্টার আর সেই পোস্টার কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কী এমন ছিল সেই পোস্টারে? যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবির নাম মাসুম সওয়াল। সেই ছবির পোস্টারে স্যানিটারি প্যাডে দেখা যায় কৃষ্ণের প্রতিচ্ছবি। এরপরই পোস্টারের বিরুদ্ধে সোচ্চার হয় নেটপাড়া। এই ছবির পোস্টার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এমনই দাবি নেটিজেনদের একাংশ। যদিও ইতিমধ্যেই ছবির পরিচালক ও অভিনেত্রী জানিয়েছেন যে ছবির নির্মাতাদের কারোর ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছা নেই।

‘মাসুম সওয়াল’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন একাবলী খান্না। ছবিতে তিনি একজন আইনজীবী। তিনি সংবাদ মাধ্যমে বলেন যে, ‘প্রথমত এই ছবির পোস্টার যে প্রতিবাদের মুখে পড়েছে সে সম্পর্কে আমি অবগত নই। কিন্তু যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে আমি বলতে চাই যে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না ছবির নির্মাতাদের। একমাত্র উদ্দেশ্য ছিল যে পিরিয়ডস সম্পর্কে যে সমস্ত অযৌক্তিক সামাজিক বিধি নিষেধ রয়েছে তার বিরুদ্ধে কথা বলা। এই যুগে অন্ধবিশ্বাস, কুসংস্কার, আযৌক্তিক নিয়ম কানুনের কোনও জায়গা নেই। এগুলো মহিলাদের উপর বিনা কারণেই জোর করে চাপিয়ে দেওয়া হয়।’