নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনেমহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ
মহামান্যরাষ্ট্রপতিমোঃ আবদুল হামিদেরসাথে গতকাল সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওদেশের২২তম রাষ্ট্রপতি হিসেবেনির্বাচিত মোঃ সাহাবুদ্দিন সৌজন্যসাক্ষাৎকরেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হামিদের সহধর্মিনী রাশিদা খানম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুররহমানের ছোট কন্যা শেখরেহানা, নব নির্বাচিত রাষ্ট্রপতিরস্ত্রী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনবাসসকেজানান।
এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতিমোঃশাহাবুদ্দিন, তার সহধর্মিনী ওপ্রধানমন্ত্রীশেখ হাসিনা বঙ্গভবনেপৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপ্রধান হামিদ ও তার সহধর্মিনী। এসময়আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দনজানানএবং তারা পরস্পরকুশল বিনিময়করেন ও স্বাস্থ্যেরখোঁজখবর নেন।
সাক্ষাৎকালেপ্রধানমন্ত্রীসরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিতরাষ্ট্রপতিমোঃ সাহাবুদ্দিনকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। রীতি অনুযায়ী বঙ্গভবনেপ্রধানমন্ত্রীশেখ হাসিনা রাষ্ট্রপতিআবদুল হামিদকেও ফুলেল শুভেচ্ছা জানান।
গত রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের২২তমরাষ্ট্রপতি পদে জেলা ওদায়রাজজ, দুর্নীতি দমনকমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং ইসলামি ব্যাংকলিমিটেডেরভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনকে (৭৪) মনোনয়ন দেয়ক্ষমতাসীন আওয়ামী লীগ। কোনো প্রতিদ্বন্দ্বীনাথাকায়, সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাঁকেরাষ্ট্রপতিহিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।রবিবারদুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরমনোনয়নপত্রযাচাই-বাছাই শেষে, সিইসি ঐ ঘোষণা দেন।
সোমবারনির্বাচনকমিশন (ইসি) সচিব জাহাঙ্গীরআলমস্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনজারিকরেছে ইসি সচিবালয়। ওইদিনইইসলামিব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদথেকেওপদত্যাগ করেন তিনি।
ক্ষমতাসীনদলেরমনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, কারণসংসদেপ্রতিনিধিত্বকারী অন্য কোনো রাজনৈতিকদলরাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নামপ্রস্তাবকরেনি। সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০থেকে৯০ দিনের মধ্যেনতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বর্তমানরাষ্ট্রপতিআবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী২৩এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতিহিসেবেনবনির্বাচিত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অভিষেকহওয়ারকথা রয়েছে।
(এই bunonnews.tv ওয়েভ-সাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বে-আইনি)
© 2025, বুনন নিউজ টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT